হাতিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যুর ঘটনায় মামলা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার ছেলে মো. নীরব উদ্দিন নামে একটি শিশু মৃত্যুর ঘটনায় ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে নিহতের বাবা আ.লীগ নেতা মো. মিরাজ উদ্দিন বাদী হয়ে হাতিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় জিল্লুরকে ১ নম্বর ও জুয়েলকে ২ নম্বর আসামিসহ ৩৫ জনের নাম (এজাহারভুক্ত) উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় রোববার রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে নান্টু মিয়ার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তাদের ছোড়া গুলি বিদ্ধ হয়ে নীরব নামে একটি শিশুর মৃত্যু হয়। এসময় শিশুটির বাবা মিরাজ উদ্দিনও (৩৫) গুলিবিদ্ধ হন।