হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

172

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, হকসাব (২৮), আবদুল মোতালেব (৫৩) ও মো. কামরুল ইসলাম (২৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
হাতিয়ার থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আসন্ন নির্বাচন ঘিরে সন্ত্রাসী কার্যকলাপের গোপন সংবাদে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্রসহ উক্ত তিনজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

Comments are closed.