হাতিয়াতে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা

165

নোয়াখালী-৬ হাতিয়া আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় সাংবাদিকের গাড়িসহ ৮টি গাড়ি ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলেরচর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মোহাম্মদ ইউনুস জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকৌশলী ফজলুল আজিম নেতাকর্মীদের নিয়ে নলেরচরের থানারহাট বাজার ও দরবেশ বাজারে দু’টি পথসভা করে।
তিনি বলেন, পথসভা শেষে আল আমিন বাজার যাবার পথে আওয়ামী লীগের একদল সন্ত্রাসীরা নৌক মার্কা শ্লোগান দিয়ে পেছন থেকে গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে ২০ জন আহত হয়েছে এবং সাংবাদিকদের গাড়িসহ ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বিএনপির অভিযোগ অস্বীকার করে আসনটির নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যায় বিএনপি প্রার্থী ফজলুল আজিমের সমর্থকরা দরবেশ বাজার ও আল আমিন বাজারে নৌকার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাই এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় উত্তেজিত জনতা তাদেরকে ধাওয়া করে।
ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত ছিল না বলেও দাবি করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.