হাটহাজারীতে আমিরাত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

142

হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে দেশে অবস্থানরত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মৃত প্রবাসীদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

 

 

 

হাটহাজারী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী সমিতি ইউএই’র সহ সভাপতি মনির আহমদ তালুকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যথাক্রমে শেখ নুরুল আলম বাসেক, মুক্তার বেগম মুক্তা, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা শেখ মোহামুদ ইউসুফ, মির আহমদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, হাটহাজারীর সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি আবুল বশর বাবলু, মইনু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম খোকন, সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমন, সহ শিক্ষা সম্পাদক মুহাম্মদ বেলাল, সদস্য মোরশেদ, আলি, জাবেদ, নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাটহাজারীর সমিতি সংযুক্ত আরব আমিরাতের সংগঠনের পক্ষ থেকে ধলই ইউনিয়নের প্রবাসী মৃত নুরুল আলম ও মধ্যম মাদার্শার মৃত সোলাইমানের পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.