সড়কের বেহাল দশা, যেন দেখার কেউ নেই!

396

 নোয়াখালী সদর হাসপাতালের পশ্চিম পাশে গ্রামীণ হাসপাতাল থেকে জেল রোড় পর্যন্ত এ সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। বিশেষ করে পাশে সদর হাসপাতাল ও বেশকিছু প্রাইভেট হাসপাতাল থাকায় এই রাস্তা দিয়ে রোগীদের যাতায়াত বেশী। এছাড়া জেল রোড় থেকে সদর হাসপাতালে যাওয়ার এখান দিয়ে একমাত্র রাস্তা এটি। গুরুত্বপূর্ণ এই সড়কটি সামান্য বৃষ্টি হলেই হাঁটু পরিমান পানিতে তলিয়ে যায়। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়া সদর হাসপাতালের ময়লা আবর্জনা যুক্ত সব পানি রাস্তায় চলে আসে। এতে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সকল পথচারীদের পড়তে হয় ব্যাপক ভোগান্তিতে।

স্থানীয় লোকজন জানায় নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও গত দীর্ঘ ১২ বছর ধরে এ রাস্তাটি এভাবে পড়ে আছে। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমান পানি জমে যায়। আর অন্যদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সদর হাসপাতালের ময়লা যুক্ত পানি এসে পুরো রাস্তা ডুবে যায়। যেন দেখার কেউই নেই। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে।

তাদের দাবী দ্রুত যেন রাস্তাটি সদর হাসপাতালের সামনের রাস্তার পরিমান উঁচু করে পাকাকরণ করা হয় এবং ভালোভাবে একটি ড্রেনের ব্যবস্থা করা হয়। যাতে করে বৃষ্টির পানি ও হাসপাতালের ময়লাযুক্ত পানি দ্রুত অন্যত্র সরে যায়।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

Comments are closed.