স্বাধীনতা দিবসে সংগ্রামী বীরদের সেরা কিছু উক্তি একনজরে
ভারত জুড়ে পালিত হচ্ছে ৭৩তম স্বাধীনতা দিবস। দেশের সব প্রান্তে তেরঙা পতাকা উড়িয়ে দেশ মাতৃকার বন্দনায় পথে নেমেছে সাধারণ মানুষ। অনেক সংগ্রাম, রক্তক্ষয় ও অশ্রুজলের মধ্যে দিয়ে প্রায় দুশো বছরের পরাধীনতার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করতে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। সেই বীর শহিদদের অবদান কখনও ভোলার নয়। স্বাধীনতা দিবসে এমনই কিছু বীরের উক্তি মনে করা যাক একনজরে।
বাল গঙ্গাধর তিলক
তিলক স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেরা মুখ ছিলেন।
সরোজিনী নাইডু
মহিলা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সরোজিনী নাইডু ছিলেন সর্বাগ্রে।
বিসমিল আজিমাবাদী
বিসমিলের ভাষণ আজও সকলের মুখে মুখে ফেরে।
সুভাষ চন্দ্র বসু
বাঙালির চিরনায়ক সুভাষচন্দ্র স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন।