স্বপ্ন ৭১ বাগান বাড়ির শুভ উদ্বোধন
গত ১৭ জানুয়ারি চাটখিল উপজেলার ৬নং পাঁচগাও ইউনিয়নের নিজ ভাওর গ্রামে স্বপ্ন ৭১ বাগান বাড়ি নামে একটি কৃষি ভিত্তিক বাগান বাড়ির উদ্বোধন করা হয়। বাগান বাড়িটির উদ্বোধন করেন নিজ ভাওর গ্রামের গর্ব মেজর তাহের আহম্মেদ বীরপ্রতীক (অব.) এর মাতা মোসাম্মাৎ তহুরুণ নাহার চৌধুরানী। যার বয়স ১০২ বছর। এই সময় বাগান বাড়ির মালিক মেজর তাহের আহম্মেদ বীর প্রতিক (অব.) বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী উপস্থিত ছিলেন।
Comments are closed.