স্বপ্ন ৭১ বাগান বাড়ির শুভ উদ্বোধন

683

dav
গত ১৭ জানুয়ারি চাটখিল উপজেলার ৬নং পাঁচগাও ইউনিয়নের নিজ ভাওর গ্রামে স্বপ্ন ৭১ বাগান বাড়ি নামে একটি কৃষি ভিত্তিক বাগান বাড়ির উদ্বোধন করা হয়। বাগান বাড়িটির উদ্বোধন করেন নিজ ভাওর গ্রামের গর্ব মেজর তাহের আহম্মেদ বীরপ্রতীক (অব.) এর মাতা মোসাম্মাৎ তহুরুণ নাহার চৌধুরানী। যার বয়স ১০২ বছর। এই সময় বাগান বাড়ির মালিক মেজর তাহের আহম্মেদ বীর প্রতিক (অব.) বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.