সৌদী আরবস্থ চাটখিলের প্রবাসীদেরকে নিয়ে “প্রবাসী চাটখিল ফোরাম”এর মত বিনিময় সভা

184

সৌদী আরবস্থ চাটখিলের প্রবাসী দের কে নিয়ে গঠিত সংগঠন “প্রবাসী চাটখিল ফোরম”এর উদ্যেগে এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সৌদী আরবস্থ রিয়াদ এর চাটখিল উপজেলার প্রবাসীবৃন্দ। সভায় চাটখিল উপজেলা থেকে আগত নতুন করে সৌদী অবস্থান করছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি সহ তাদের সব ধরনের সহযোগীতা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।সভা পরিচালনা করেন সংগঠন এর প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসেন জুয়েল। এছাড়াও সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করে উক্ত কমিটিতে মমিনুল ইসলাম পাটওয়ারীকে আহ্বায়ক আর বোরহান উদ্দীন সুমন কে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষনা করা হয়। এছাড়া যুগ্ন-আহ্বায়ক হিসেবে রাজু আহাম্মেদ কে ও কোষাদ্যক্ষ হিসাবে রবিউল ইসলাম রবিউল কে নির্বাচন করা হয়। সভায় সৌদী আরবস্থ চাটখিল প্রবাসী দের সকল বিপদ কাঁদে কাঁদ মিলেয়ে সবাই একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়,এতে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জুয়েল,এনাম,রহিম,রিয়াদ,ফরহাদ,কামাল,শাহাদাত,সামাদ সহ আরো অনেকে।সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাওয়ার আয়োজন ও ছিলে,দোয়া এবং মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও পড়ুন

Comments are closed.