সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক প্রবাসি নিহত

256

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি লক্ষ্মীপুরের রায়পুরে নিহত বাবুল মিয়া (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম। তার স্ত্রী সাথী বেগম, সপ্তম শ্রেণির একটি মেয়ে ও ছয় বছরের একটি ছেলেসহ মা ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। নিহত বাবুল মিয়া উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের রাড়ী বাড়ির মৃত আহ্সান উল্যার ছেলে। সৌদি প্রবাসী নিহত বাবুল মিয়া বাড়িতে বুধবার সকালে গিয়ে দেখা যায় শোকের মাতম।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় মাস বেকার থাকার পর পরিবারের অভাব অনটন দূর করতে ধার দেনা করে প্রায় তিন মাস আগে বাবুল মিয়া ড্রাইভিং ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে আড়াই মাস বেকার থাকার পর গত ৩০ মার্চ নতুন করে চাকুরি পান বাবুল। চাকুরি পেয়েই মালিকের গাড়ি নিয়ে সড়কে বের হোন। পথিমধ্যে গাড়ির পেছনের চাকা অকেজ হলে চালকের আসন থেকে বাবুল জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন। মুহুর্তেই বিপরীত থেকে আসা দ্রুতগামী আর একটি গাড়ি তার মাথা বিচ্ছিন্ন করার সাথে সাথে বাবুল ঘটনাস্থলেই মারা যান। ৩১ মার্চ রাতে সৌদি আরব থেকে বাবুলের গ্রামের বাড়িতে সংবাদ আসলেই শোকের মাতম শুরু হয়। স্থানীয় লোকজন বাবুলের লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। ছয় লক্ষ টাকা যোগাড় করতে না পারায় বাবুলের লাশ দেশে আনতে বিলম্ব হচ্ছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী সুমন জানান, নিহত বাবুল সহজ-সরল ও ভাল মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের স্বজনদের সাথে আমরাও শোকাহত। তার লাশ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.