সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর ব্যবসায়ীসহ নিহত ৩

100

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার বাঘেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের প্রবাসী ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। এছাড়াও নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানি নাগরিক খালেদ। অপরদিকে আহত ব্যক্তি হলেন ফেনীর মোহাম্মদ তপন।

জানা গেছে, বুধবার সকালে তারা ব্যবসায়ীর কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। পরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন বাংলাদেশি ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করে।

আরও পড়ুন

Comments are closed.