সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাটখিলের সিরাজের মৃত্যু

213

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি চাটখিল উপজেলাতে সোমপাড়াতে বলে নিশ্চিত করেছে সৌদি আরব প্রবাসী চাটখিলের আরেক সন্তান বাবলু মন্জুর।
রাস্তা পারাপারের সময় গত শনিবার সড়ক দুর্ঘটনার শিকার হন সিরাজুল ইসলাম (৩৫) নামে এই প্রবাসী। পরে সোমবার আবহা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ভাই নাসের আহমেদ জানান, শনিবার বিকালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন সিরাজুল ইসলাম। গাড়ির চালক ছিলেন এক সৌদি সেনা সদস্য। আহত অবস্থায় সিরাজকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সিরাজুল ইসলাম সৌদি আরবে চিনাবন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল গাছিম থেকে আবাহ গিয়েছিলেন বলে নিহতের ভাই জানান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন

Comments are closed.