সৌদিতে ৩য় আন্তর্জাতিক পীস ক্যাম্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চাটখিলের নাজমুল
সৌদি আরব স্কাউট অ্যাসোসিয়েশনের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস এর একমাত্র প্রতিনিধি হিসেবে তৃতীয় আন্তর্জাতিক পীস ক্যাম্পে অংশগ্রহণ করেন। ৬ থেকে ২০ ফেব্রুয়ারী, ২০১৯ রিয়াদে তৃতীয় আন্তর্জাতিক পীস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ৩৬ দেশের একজন করে প্রতিনিধি ক্যাম্পে অংশগ্রহণ করে। সৌদির রোভার স্কাউট, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক সহ সর্বমোট সাতশত জন এই ক্যাম্পে অংশগ্রহণ করে। ক্যাম্পে চারটি পীস প্রোগ্রামে, এনভারমেন্টাল ফোরাম, ইন্টারন্যাশনাল ডে ও ভিন্ন স্থান পরিদর্শন করে। পীস প্রোগ্রাম গুলো ছিল ডিসকভার ইউর ট্যালেন্ট, টেকনিক্যাল এন্ড প্রফশনাল স্কিলস, স্কাউট আর্ট, কমিউনিটি সার্ভিস। দেশের পরিবেশের কথা উপস্থাপন করার অন্যতম স্থান এনভারমেন্টাল ফোরাম – এ ফোরামে বাংলাদেশের পরিবেশের বিষয় উপস্থাপন করে এবং সৌদি আরবের পরিবেশের সাথে বাংলাদেশের পার্থক্য তুলে ধরে। এই ফোরামের মাধ্যমে উঠে আসে পরিবেশ ক্ষতির অন্যতম উপাদান প্লাস্টিক দ্রব্য। প্লাস্টিকের বিকল্প ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এর বিকল্প দ্রব্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ক্যাম্প শেষ করে সৌদি আরব স্কাউট অ্যাসোসিয়েশনের অর্থায়নে বাস্তব এবং জীবনমূখী শিক্ষা নিয়ে ১৫ দিনের ভ্রমণ শেষ করে ২০ ফেব্রুয়ারী রাতে নিজ জন্মভূমি বাংলাদেশে ফিরে আসেন। নাজমুল হাছান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের হানিফ সেক্রেটারি ছেলে, সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
Comments are closed.