সৌদিতে নিহত ফেনীর রাশেদের বাড়িতে শোকের মাতম

213

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ফেনীর মহিউদ্দিন রাশেদের শোকে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর মা কুলফুরের নেছা। ফেনীর ডায়াবেটিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তাঁর স্ট্রোক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকায় রাশেদের বাড়িতে গিয়ে গিয়ে দেখা যায় শোকের মাতম। পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকার ইলিয়াস মেম্বার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৪) জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে যান।
মঙ্গলবার রাতে সৌদির হোলাইফা শহরের একটি বাসায় অগ্নিকান্ডে রাশেদসহ ৭ বাংলাদেশির মৃত্যু হয়। এদিকে তিন সন্তানকে নিয়ে রাশেদের স্ত্রী শিখা মজুমদার এখন রয়েছেন গভীর অনিশ্চয়তায়। একেতো স্বামী হারানোর শোক। তার উপর সন্তানদের ভবিষ্যতের চিন্তা। শোকে যেন পাথর হয়ে গেলেন শিখা। কাঁদতে কাঁদতে মূর্ছা খাচ্ছেন বারবার।
স্থানীয়রা জানান, রাশেদের বাবা রফিকুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী । সৌদি আরবের ওই ঘটনায় গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাশেদের পুরো পরিবার। রাশেদের মা বলেন, ‘সবারে সুখে রাখতে ছেলে বিদেশ গিয়েছিল, এখনতো সব শেষ হয়ে গেল’। তিনি বলেন, দুই বোন এক ভাইয়ের মধ্যে রাশেদ ছিলেন সবার ছোট। ছোট ছেলেটারে খুব বেশি ভালোবাসতেন বলে জানান মা। মা বলেন, ‘এমন হবে জানলে ছেলেকে কখনোই বিদেশ পাঠাতাম না’।
এদিকে নিহত রাশেদের মৃতদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন রাশেদের পিতা রফিকুল ইসলাম ও স্ত্রী শিখা মজুমদার। নিহত রাশেদের শাশুড়ি রীণা মজুমদার, নিহত রাশেদের পুরো পরিবার এখন অনিশ্চয়তায়। সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারকে রাশেদের পরিবারের পরিবারের জন্য সাহায্যের আবেদন করেন। উল্লেখ্য সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে মঙ্গলবার দিনগত ভোররাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাশেদসহ ৭ বাংলাদেশী নিহত হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.