সৌদিতে কুমিল্লার যুবকের ছুরিকাঘাতে নোয়াখালীর যুবক খুন
সৌদি আরবের রিয়াদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশি খুন হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে রিয়াদের জেদিদ সানাইয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরিফুল হক সবুজ। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের বাংলা বাজার এলাকাতে।
জানা গেছে, কাজ শেষে বাসায় এসে রান্না করছিলেন সবুজ। এরই একপর্যায়ে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি নিয়ে কুমিল্লার বাবুল নামে অপর বাংলাদেশি তাকে পেটে ছুরিকাঘাত করেন।
সবুজের চিৎকার শুনে পাশের ওপরের রুম থেকে ছুটে আসেন তার ছোট ভাই রফিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালিয়ে যান বাবুল। তবে ওই রাতেই রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরে আল খারিজ থেকে তাকে গ্রেফতার করে সৌদি পুলিশ। জানা যায় সবুজ ও বাবুল একই কোম্পানিতে কাজ করতেন।