সোনাগাজীতে আবারো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিল মেয়র খোকন

48

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবদুর রহিমকে প্রাণনাশের হুমকি দিয়েছে সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন। আবদুর রহিম দৈনিক হাজারিকা প্রতিদিন ও সাপ্তাহিক ফেনীর ডাক’র প্রতিনিধি ।

জানা যায়, শুক্রবার বিকাল তিনটায় পৌর প্রাঙ্গণে ত্রান বিতরণের সংবাদ সংগ্রহ করতে গেলে প্রকাশ্যে প্রাণনাশ ও সোনাগাজী ছাড়ার হুমকি দেন মেয়র রফিকুল ইসলাম খোকন। মেয়র খোকনের বিরুদ্ধে অবৈধভাবে ৫০ কোটি টাকার সম্পদ অর্জনের মামলা দুদকে তদন্তাধীন। সোনাগাজী থানায় সাধারণ ডায়েরী (জিডি নং ১১৭৫) করেছেন সাংবাদিক আবদুর রহিম।

এর আগেও মেয়রের বিরুদ্ধে প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী হানিফসহ একাধিক সাংবাদিক নির্যাতনের অভিযোগ ছিল। আবদুর রহিম বলেন, দৈনিক হাজারিকা ও সাপ্তাহিক ফেনীর ডাকে মেয়রের দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে আমকে হুমকি দেন। প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করে মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, পৌরসভা থেকে চলে যেতে বলেছি। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ, সাধারন সম্পাদক ইউসুফ আলী, বিএমএসএফ ফেনী শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.