সোনাইমুড়ী থানায় নতুন ওসির যোগদান

934

সোনাইমুড়ী থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোঃ আব্দুস সামাদ পি.পি.এম। এর আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে ওসি আবদুল মজিদের প্রত্যাহার হওয়ায় উক্ত পদে তিনি স্থলাভিষিক্ত হন।
ওসি মোঃ আব্দুস সামাদ ১৯৯৭ সালে পুলিশের ক্যাডেট এসআই পদে যোগদান করে বেস্ট ক্যাডেট নির্বাচিত হন। পরে ২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে চট্রগ্রামের আনোয়ারা থানায় ওসি হিসেবে প্রথম যোগদান করেন। এর পর ক্রমান্বয়ে সোনাইমুড়ী থানা, হাতিয়া থানা, খাগড়াছড়ি দিঘীনালা থানায় চাকুরি শেষে ২০/১২/২০১৮ইং তারিখে সোনাইমুড়ী থানায় ওসি হিসেবে যোগদান করেন।
চাকরী জীবনে তিনি দুইবার আইজি ব্যাজ পদক ও পি.পি.এম পদক লাভ করেন। তিনি জাতিসংঘ পূর্ব তিমুর ২০০৮ এবং লাইবেরিয়া ২০১৫-১৬ সালে সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনা করেন।
তিনি এর আগেও ২০১৩-১৪ সালে সোনাইমুড়ী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.