সোনাইমুড়ী থানায় নতুন ওসির যোগদান
সোনাইমুড়ী থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোঃ আব্দুস সামাদ পি.পি.এম। এর আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে ওসি আবদুল মজিদের প্রত্যাহার হওয়ায় উক্ত পদে তিনি স্থলাভিষিক্ত হন।
ওসি মোঃ আব্দুস সামাদ ১৯৯৭ সালে পুলিশের ক্যাডেট এসআই পদে যোগদান করে বেস্ট ক্যাডেট নির্বাচিত হন। পরে ২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে চট্রগ্রামের আনোয়ারা থানায় ওসি হিসেবে প্রথম যোগদান করেন। এর পর ক্রমান্বয়ে সোনাইমুড়ী থানা, হাতিয়া থানা, খাগড়াছড়ি দিঘীনালা থানায় চাকুরি শেষে ২০/১২/২০১৮ইং তারিখে সোনাইমুড়ী থানায় ওসি হিসেবে যোগদান করেন।
চাকরী জীবনে তিনি দুইবার আইজি ব্যাজ পদক ও পি.পি.এম পদক লাভ করেন। তিনি জাতিসংঘ পূর্ব তিমুর ২০০৮ এবং লাইবেরিয়া ২০১৫-১৬ সালে সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনা করেন।
তিনি এর আগেও ২০১৩-১৪ সালে সোনাইমুড়ী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
Comments are closed.