সোনাইমুড়ী উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থি খন্দকার রুহুল আমিন

465

চতুর্থ ধাপের ১২২টি উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দলটি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার রুহুল আমিন।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

খন্দকার রুহুল আমিন বলেন, সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন

Comments are closed.