সোনাইমুড়ীর শিশু মিহান ঢাকার মিরপুর থেকে অপহহৃত
বুধবার ঢাকার মিরপুর থেকে স্কুলে যাবার পথে তাহমিন আনজুম মিহান(১০) নামের ৪র্থ শ্রেনির এক স্কুল ছাত্র নিখোজ হয়েছে বলে সন্ধ্যায় মিরপুর মডেল থানায় সাধারন ডায়েরি করেছে তার মা মোবাস্বেরা ফেরদৌস নয়ন।
মিহান নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাছের গাও গ্রামের সৌদি আরব প্রবাসী মানিকের একমাত্র ছেলে।
মিহান অপহরন হতে পারে বলে ধারনা করছে তার পরিবার।
মিহানের জেঠাতো ভাই অপু আলোকিত চাটখিলকে জানান, তার চাচা বিদেশে থাকে আর তার চাচী ১ ছেলে ও ১ মেয়ের পড়াশোনার সুবিধার্তে ঢাকার মিরপুরে মনিপুর স্কুলের পাশে বসবাস করে আসছেন। মিহান প্রতিদিনের মত আজ বুধবার সকালে স্থানীয় উমারা কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু কোচিং শেষে সে বাসায় না ফেরায় উদ্বীগ্ন হয়ে পড়ে তার পরিবার ও স্বজনরা।
তার পরিবার জানান, এর আগেও সে দুবার অপহরণের কবল থেকে রক্ষা পায়।
মিরপুর মডেল থানায় দ্বায়িত্বরত কর্মকর্তা আলোকিত চাটখিলকে জানান, তারা মিহাদের অপহরনের সম্ভাব্য কারন খোজার চেষ্টা করছেন এবং তাকে উদ্ধারের সর্বাত্নক চেষ্টা অব্যাহত রেখেছেন।