সোনাইমুড়ীর নদনা ইউনিয়নে ১৫ জুয়াড়ি আটক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
গত ১৪ মে সোমবার ভোরে উপজেলার নদনা ইউনিয়নের কেরামত আলী মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত বক্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৪২), মৃত ছায়েদ আলীর ছেলে ইউসুফ (৪০), মৃত মফিজ উল্যাহর ছেলে মো. আবুল কাসেম (৪৭), সালেহ আহাম্মদের ছেলে মো. আবুল কালাম আজাদ (৩৭), মৃত হায়দার আলীর ছেলে মো. ইলিয়াছ (৪৬), আজিজ উল্যাহর ছেলে বেলায়েত হোসেন (২৫), মৃত আব্দুল মান্নানের ছেলে মো. হোসেন (২৮), মৃত শরাফত উল্যাহর ছেলে মো. কামাল (৩৪), মৃত আব্দুল মতিনের ছেলে মো. মঈন (৪২), মৃত আবদুর রশিদের ছেলে মো. আলমগীর (৩৫), মৃত ইয়াছিন পাটোয়ারীর ছেলে আব্দুর রহিম (৪৯), মৃত আমিন উল্যাহর ছেলে সোহাগ (৪০), মৃত আবদুর রহমানের ছেলে মো. হানিফ (৬০) ও একই উপজেলার বজরা ইউনিয়নের মৃত আবদুল মোতালেবের ছেলে মো. মাঈন উদ্দিন (৩৪) ও মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ফারুক (২৬)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
Comments are closed.