সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

0 92

নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. সাহাব উদ্দিন সাফু নামে যুবলীগ নেতা নিহত হয়। নিহত সাহাব উদ্দিন সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ী পৌরসভা বাইপাস সড়কে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী মহাসড়কে সোনাইমুড়ী বাইপাস সংলগ্ন ভানুয়াই নামকস্থানে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব ১৫-০৮২১) সাথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরহী মো. সাহাবুদ্দিন সাফু ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়। বাস চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।