সোনাইমুড়ীতে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সড়ক উদ্বোধন করলেন জাহাঙ্গীর আলম

307

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে কেশার খিল বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কেশার খিল-মানিক্যা নগর আবিরপাড়া সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন সুজন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুবনা মরিয়ম সুবর্ণা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলো, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবু মহসিন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম খান, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সোনাইমুড়ী পৌর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার, আমিশাপাড়া ইউপি মহিলা সদস্য সায়েরা শারমিন, পৌর মহিলা যুবলীগ আহ্বায়ক নাসরিন সুলতানা ফেন্সি, যুগ্ম আহ্বায়ক রুবিনা আক্তার, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মাঈন উদ্দিন মায়া, ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহসভাপতি শাহ জামাল, জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিউর রহমান কচি। এছাড়া সমাবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.