সোনাইমুড়ীতে মা-মনি ও রাজধানী বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

156

আজ সোনাইমুড়ী উপজেলাধীন মা-মনি ও রাজধানী বেকারিতে সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতকরণের বাস্তব চিত্র দেখা যায়। খাবারগুলো এতোই অস্বাস্থ্যকরভাবে তৈরি যে, বেকারির শ্রমিকদেরকে তাদের প্রস্তুতকৃত খাবার খেতে বললে তারা খেতে রাজি হয়নি। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ও উৎপাদিত সকল পণের বিএসটিআই এর লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ৫০ হাজার ও মা-মনি বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং ১৫ দিনের মধ্যে উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন।
সোনাইমুড়ী উপজেলাধীন সকল বেকারি, খাবার রেস্তোরা, ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত জানান।

আরও পড়ুন

Comments are closed.