সোনাইমুড়ীতে মা-মনি ও রাজধানী বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আজ সোনাইমুড়ী উপজেলাধীন মা-মনি ও রাজধানী বেকারিতে সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতকরণের বাস্তব চিত্র দেখা যায়।
খাবারগুলো এতোই অস্বাস্থ্যকরভাবে তৈরি যে, বেকারির শ্রমিকদেরকে তাদের প্রস্তুতকৃত খাবার খেতে বললে তারা খেতে রাজি হয়নি। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ও উৎপাদিত সকল পণের বিএসটিআই এর লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ৫০ হাজার ও মা-মনি বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং ১৫ দিনের মধ্যে উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন।
সোনাইমুড়ী উপজেলাধীন সকল বেকারি, খাবার রেস্তোরা, ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত জানান।
Comments are closed.