সোনাইমুড়ীতে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা

0 58

নোয়াখালীর সোনাইমুড়ীতে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে। এবিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাঁচবাড়ীয়া মৌজার ২১৬ খতিয়ানের ৮৪৬ দাগে সাড়ে ১২শতাংশ জায়গায় পাঁচবাড়ীয়া হুইচ বাড়ীর মৃত আবুল কাশেমের ছেলে মো. বেলায়েত হোসেন দীর্ঘদিন থেকে বসবাস করে আসাছিল। একই গ্রামের মৃত আতিক উল্লার ছেলে ছানা উল্লা, আবুল হোসেনের ছেলে শরিফ হোসেন পলাশ বৃহস্পতিবার সন্ধ্যায় একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে বেলায়েতের বসতবাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এসময় হামলাকারীরা তার সীমানা বেড়া ভাঙচুর করে, এতে বাধা দিলে সন্ত্রাসীরা বেলায়েত ও তার পরিবারকে মারধর করায় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ভূক্তভোগী বেলায়েত জানান, এবিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করলে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয়। জেলা পুলিশ সুপার সোনাইমুড়ী থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।