সোনাইমুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসÑ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ‘জানবে বিশ^ জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় শোভাযাত্রাটি সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ভূমি সহকারী কমিশনার ফাহমিদা হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা আমজাদ হোসেন চৌধুরী, কৃষি উপ-সহকারী নিজামুল হক, পল্লী উন্নয়ন চেয়ারম্যান মো. বাদল প্রমুখ।
Comments are closed.