সোনাইমুড়ীতে ইয়াবা ও মাদকসহ ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে ও সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এর নেতৃত্বে রোববার সকালে সোনাইমুড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নূর আলম প্রকাশ রাজু, মোঃ কালাম হোসেন সাদ্দাম(২৮), মোঃ খোকন(৩১), মোঃ ইমাম হোসেন রনি(২১) ও খোকন(৩০) কে আটক করে পুলিশ। তাদের ঘর থেকে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
দুপুরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আসামী সাদ্দাম, মোঃ খোকন ও রনিকে ৬ মাস করে এবং খোকনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পলাতক নূর আলম প্রকাশ রাজু এর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা বিজ্ঞ নির্বাহী অফিসারের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, এনএসআই, কাস্টমস অংশগ্রহণ করেন।
Comments are closed.