সোনাইমুড়ীতে আর্জেন্টিনা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, দোকানপাট-গাড়ি ভাংচুর

0 141

ক্যাপশন : সংঘর্ষে ভাংচুরকৃত বাড়ি-গাড়ি
নোয়াখালীর সোনাইমুড়ীতে আর্জেন্টিনা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দোকানপাট, বসতঘর ও গাড়ি ভাংচুর করা হয়।
শুক্রবার বিকেলে সোনাইমুড়ী পৌরসভার কৌশল্যারবাগ গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি দাদা, অহিদ, ইমরান ও জনি গ্রামের আক্কেল আলির দোকানের সামনে তাদের ছবি সম্বলিত আর্জেন্টিনার একটি ব্যানার লাগায়। একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক আলী মিয়ার ছেলে পারভেজ ও মাহবুব মিয়ার ছেলে রাফি গত ১৩ জুন ব্যানারটি ছিঁড়ে ফেললে শুরু হয় তর্ক-বির্তক। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় অহিদ, ইমরান ও জনির লোকজন পারভেজ ও রাফির উপর হামলা চালালে তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জ্বিত বহিরাগতদের নিয়ে ৮-১০টি দোকান ভাংচুর করে। এইদিকে অহিদ, ইমরান ও জনির নেতৃত্বে গ্রামের রাফি ও পারভেজের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।