সোনাইমুড়ীতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যাসহ ১৫ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি বন্দুক ও দুইটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (৪৪) সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যার ছেলে।
র্যাব-১১’র কমান্ডার উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ীর হাসানপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য,জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি।সে অস্ত্র আইন মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।
Comments are closed.