সোনাইমুড়ীতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

570

নোয়াখালীর সোনাইমুড়ীতে হত্যাসহ ১৫ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি বন্দুক ও দুইটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (৪৪) সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

র‌্যাব-১১’র কমান্ডার উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ীর হাসানপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য,জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি।সে অস্ত্র আইন মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.