সোনাইমুড়ীতে প্রযুক্তির সহায়তায় ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0 51

দীর্ঘদিন থেকে নিজের চেহারার বদল ঘটিয়ে বিভিন্ন ছদ্মবেশে সাজা এড়াতে পালিয়ে ছিলেন মো. ইউসুফ নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে প্রযুক্তির কল্যাণে তাকে আটক করে সোনাইমুড়ী থানার এসআই বাছির উদ্দিন। আটককৃত আসামী মো. ইউসুফ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের রফিক উল্যার ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের তত্ত্বাবধানে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে সনাক্ত করে ঢাকা মগবাজার এলাকা হতে জিআর-১১৩৩/০৯, দায়রা-৯৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মো. ইউসুফ, পিতা-রফিক উল্যাহ, সাং-বারাহিনগর, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।