সৌদিতে ব্যবসায়ী অপহরণ : নোয়াখালীর ৩ যুবক আটক
সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা ৯৩ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় অপহরণকারী চক্রটি। এছাড়া তার বাড়িতে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আব্দুল হামিদ অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সহযোগিতা নিলে পরে বিষয়টি বাংলাদেশ দূতাবাসে অবগত করা হয়। আব্দুল হামিদের মালিকের সহযোগিতায় এ চক্রের চিহ্নিত ৪ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ।
Comments are closed.