সেনবাগে তিন শিক্ষকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

248

নোয়াখালীর সেনবাগ উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানে তিন শিক্ষকের মৃত্যুতে শুক্রবার বিকালে বাতাকান্দি দরবেশহাটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বাতাকান্দী দড়িগোরকাটা ঈদগাহ কমিটির উদ্যোগে এবং কমিটির সহ-সভাপতি মাষ্টার নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব হাসান মঞ্জুর।

সেনবাগ ফাজিল মাদ্রাসার শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন,ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ,বি,এম আবদুল হালিম, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়েরর সহকারি শিক্ষক ছালেহ আহম্মদ সহ গত এক বছরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে হাসান মঞ্জুরের পৃষ্ঠপোষকতায় এই শোকসভার আয়োজন করা হয়।ডা.এম দলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসি,রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন,পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন,ব্যাংকার মোকারম হোসেন,মোঃ ছায়েদুল হক,মাষ্টার আবদুস ছাত্তার,মোঃ ছায়েদুল হক, মাষ্টার সিরাজ, জামাল উদ্দিন,ইউপি সদস্য লিটন,শামছুদ্দৌহা,নিজাম উদ্দিন খোন্দকার, আবু সায়েম হাফেজ মোবারক উল্যা,মাষ্টার জামাল আকবর।অনুষ্ঠানের শেষাংশে মরহুমদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.