সেনবাগে উন্নয়ন মেলায়,শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান
সেনবাগে উন্নয়ন মেলার দ্বিতয় দিন শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মনোমুদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে উপজেলা শিল্পকলা একাডেমী। শিল্পকলা একাডেমীর কো-অডিনেটর সাংবাদিক এম এ আউয়ালের পরিচালনায় ও শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম বিজয় কুমার সাহা, সমাজসেবা অফিসার নাছরুল্ল্যাহ আল মাহমুদ,মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী,মহিলা বিষয়ক কর্মকর্তা সফি উল্যাহ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরেফিন সিদ্দিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাআবু বকর,জেলা পরিষদ সদস্যা রেজিয়া আক্তার বকুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, এআরডিও মুন্সী মুহিদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আলী আজগর, প্রকৌশলী মো: মামুন হোসেন, অভিভাবক,শিক্ষক, সাংবাদিক,সংস্কৃতিসেবী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিক্ষক রতন মিশ্র, নৃত্য শিক্ষক সুমন দাসের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নাচ গান সাংস্কৃতিক পরিবেশনাটি উন্নয়ন মেলায় আগত শ্রোতাদের আন্দোলিত করেছে। পরে প্রশাসনের কর্মকর্তারা মঞ্চে ওঠে শিল্পীদের সাথে কয়েকটি গানে সুর মিলিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করেছেন।
Comments are closed.