বুধবার(০৭ নভেম্বর) ভোর ০৪টার সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পুর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাজার ব্যাবসায়ী ও ক্ষতিগ্রস্থরা ।
সকালে সরেজমিনে গেলে স্থানীয় বাজার ব্যাবসায়ী মোঃ ফিরোজ আলম জানান, একটি চা দোকান থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহুর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিলে তারা আসতে দেরি হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন এলাকাবাসী ।
ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্যে একটি পাঠাগার,একটি রেস্টুরেন্ট,একটি ইলেক্ট্রনিক্স সামগ্রী দোকান,একটি বাইসাইকেলের দোকান, একটি ক্লথ স্টোর, একটি সেলুন দোকান, আগুনের সুত্রপাতকারী চা দোকান এবং স্থানীয় মসজিদের ২টি দোকান রয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাটি চরজব্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন করেছেন । এবং নোয়াখালী সদর ফায়ার সার্ভিসকে খবর দিলে পথ দুরে হওয়ায় তারা আসতে দেরি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
Comments are closed.