সীতাকুন্ডের বিএম ডিপোর আগুনে আহতদের দেখতে হাসপাতালে
রাজনীতির উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলে এগিয়ে আসবে বলে আশা করছি। চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম ডিপোর আশেপাশে চার কিলোমিটারের মধ্যে থাকা ভবনগুলোর কাঁচ ভেঙ্গে পড়েছে।এখনো থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। ফায়ার সার্ভিসের যে টিম আগুন নেভাতে কাজ করছিল বিস্ফোরণে তারাও উড়ে গেছে৷ শত শত মানুষ দগ্ধ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ধারণা এইসব কন্টেইনারে উচ্চমাত্রার দাহ্য কেমিক্যাল ছিল৷
সীতাকুন্ডের বিএম ডিপোর আগুনে আহতদের দেখতে হাসপাতালে।
ডাঃ মোঃ মজিবুর রহমান মিয়াজি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নুরী বেলাল, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিয়া নার্গিস চৌধুরী, শেখ রাসেল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ চৌধুরী, যুবলীগ নেতা কাওসার মোল্লা
সকল আহত মানুষদের আল্লাহ সুস্থতা দান করুন।
নিহতদের মাগফিরাত কামনা করছি।
Comments are closed.