সারাদেশে আইনজীবীদের করোনা ভ্যাকসিন ও বিনামূল্যে চিকিৎসাসেবা চান ব্যারিস্টার খোকন

আইনীসেবা দিতে গিয়ে এখন পর্যন্ত সারা দেশে পাঁচ শতাধিক আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

অগ্রাধিকার কোটায় আইনজীবীদের নাম না থাকায় আমরা হতবাক ও বিস্মিত। এছাড়াও সারা দেশে অনেক জেলা উপজেলায় করোনা আক্রান্ত আইনজীবীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না ও ভর্তি করা হলেও সম্মানজনকভাবে কেবিন ও সিট দেয়া হচ্ছে না

132

করোনা আক্রান্ত আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খরচে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

একই সাথে কোভিড-১৯ টিকাদানের ক্ষেত্রেও আইনজীবীদের অগ্রাধিকার দেয়ার জন্য দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ফ্রন্টলাইনার আইনজীবীরা। তাই সকল সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের জন্য এই ব্যবস্থা করা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রীকে লেখা আবেদনে বলা হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, ‘বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীরা দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় ন্যায়বিচার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠার চালিকাশক্তি হিসেবে আইনী সহায়তা কার্যক্রম পরিচালিত করে আসছে। আইনজীবীদের প্রধান কাজ দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত ও আইনি সুরক্ষা প্রদান করা।’

‘করোনার এই ভয়াল মাহামারিতেও আইনজীবীদের প্রতিদিন আদালতে এসে হাজার হাজার বিচারপ্রার্থী মানুষের সংস্পর্শে এসে বিচারিক কাজে অংশগ্রহণ করতে হয়। যার ফলে সারা দেশে পাঁচ শতাধিক আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

‘এখনো শতশত আইনজীবী করোনায় আক্রান্ত আছে। আইনজীবীরা হলো দেশের মানুষের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার কার্যক্রমের ফ্রন্টলাইনার। অতএব আইনজীবীদের করোনার হাত থেকে সুরক্ষা প্রদান করা, জীবন রক্ষার ক্ষেত্রে চিকিৎসা সেবা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।’

‘কিন্তু দুঃখের বিষয়, করোনা মহামারির টিকার প্রয়োগের ক্ষেত্রে আইনজীবীদের কোনো মুল্যায়ন করা হয়নি। কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে নীতিমালা ও শ্রেণি বিন্যাস সংক্রান্ত যে তালিকা প্রণয়ন করা হয়েছে, এর কোনো স্তরে আইনজীবীদের শ্রেণির উল্লেখ নাই। যা সত্যিই লজ্জার।’

মাহাবুব উদ্দিন খোকন বলেন, ‘অতি দুঃখের বিষয় যে, আইনের শাসনের অতন্দ্র প্রহরী আইনজীবীদের নাম স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক (কোভিড-১৯) এর ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।’

অগ্রাধিকার কোটায় আইনজীবীদের নাম না থাকায় আমরা হতবাক ও বিস্মিত। এছাড়াও সারা দেশে অনেক জেলা উপজেলায় করোনা আক্রান্ত আইনজীবীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না ও ভর্তি করা হলেও সম্মানজনকভাবে কেবিন ও সিট দেয়া হচ্ছে না মর্মে অভিযোগ রয়েছে। ফলে অনেক আইনজীবীকে অর্থাভাবে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হতে হচ্ছে।’

‘অতএব জরুরি ভিওিতে অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সুযোগ সৃষ্টিকল্পে সুনির্দিষ্ট নির্দেশনা জারি এবং করোনা আক্রান্ত আইনজীবীদের দেশের সব জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের সরকারি হাসপাতালে দ্রুত কোভিড-১৯ টিকা প্রদান এবং প্রয়োজনে আইনের শাসনের অতন্দ্র প্রহরী আইনজীবীদের ভর্তি ও সম্মানজনক কেবিন ও সিট প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ করছি।

আরও পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রোগ্রামার,ইউআইটিআরসিই, ব্যানবেইস মো.জহির উদ্দিন।

নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন,আবু তালেব সদস্য নির্বাচিত

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

চাটখিল কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অল্পদিনের মধ্যেই এখানকার উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না।

নিজ এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এইচ এম ইব্রাহিম এমপি

মফস্বলে সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মফস্বল সাংবাদিকতা করা একটা চ্যালেঞ্জ – এইচ এম ইব্রাহিম

Comments are closed.