সন্ত্রাসীদের হামলা-ইভটিজিং এর মুখে থেমে যাবে কি মেধাবী ছাত্রী অরবীর লেখাপড়া ?
সন্ত্রাসীদের হামলা-ইভটিজিং এর মুখে থেমে যাবে কি নোয়াখালী জেলার মেধাবী ছাত্রী ফাহমিদা কবির অরবীর লেখাপড়া? সোনাইমুড়ী কলিকাপুর উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী যার রোল-১, প্রতিদিন স্কুল যাওয়ার পথে হামলার শিকার হয়ে এখন স্কুলে যাওয়া বন্ধ করে ঘরে বসে আতঙ্কে দিন কাটাচ্ছে অরবী। সমাজের সকলের সহোযগিতায় সে আবার স্কুলে যেতে চায়।
স্থান ঃ সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর ভূঁইয়া বাড়ি
Comments are closed.