সংসদে প্রতিনিধিত্ব করতে চান লক্ষ্মীপুরবাসীর উন্নয়নে কাজ করার জন্য

200

নিজের ভাগ্য পরিবর্তন ও অর্থ-সম্পদে শক্তিশালী হওয়ার জন্য নয়। সংসদে প্রতিনিধিত্ব করতে চান লক্ষ্মীপুরবাসীর উন্নয়নে কাজ করার জন্য। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করে জাকিয়া সৃজনী শিউলি।

জাকিয়া সৃজনী শিউলি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেননি। শিউলি আগামী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে চান।

মতবিনিময় সভায় শিউলি বলেন, দীর্ঘদিন ঢাকায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বিভিন্নভাবে সেখানকার মানুষদের উন্নয়ন করেছেন। শেখ হাসিনা ও দলীয় নির্দেশ পালনে রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন। হামলা-মামলার শিকার হয়ে কয়েকবার জেলে গিয়েছেন। তারপরেও দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন। শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা ও জয় বাংলা স্লোগানকে ভালোবেসে। এখন তাঁর স্বপ্ন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিউলি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তারপরেও দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তিনি।
ইতিমধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এই নেত্রী জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন। আগামী দিনেও লক্ষ্মীপুরের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে নৌকায় ভোট ও দলীয় মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন বলেও জানান শিউলি।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.