‘সংবাদপত্রের স্বাধীনতায় কাজ করছে প্রেস কাউন্সিল’
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাংবাদিকদের মান উন্নয়নে নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন পদেক্ষপ নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।
শনিবার সন্ধ্যায় নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি একেএম জহিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা।
এসময় নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক একেএম জোবায়ের, সামছুল হাসান মিরন, আবুল হাশেম, মীর মোশারফ হোসেন মিরন, মেজবাউল হক মিঠু, আমিরুল ইসলাম হারুন, মো. হানিফ, নাসির উদ্দিন বাদল, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।