শীতে পা ফাটা রোধে করণীয়

238

শীতে আমাদের ত্বকে নেক পরিবর্তন আসে। শীতের প্রকোপ যেন সবার আগে নিষ্প্রাণ করে দেয় চলাচলের বাহক পা দুটিকে। শীতে পা ফাটার সমস্যা বেশি দেখা যায়। দৃষ্টিনন্দন পা নজর কাড়ে সবার। আর তাইতো শুধু শীত নয় যে কোনো মৌসুমে নিতে হবে পায়ের যত্ন।

এই শীতে আপনার পা দুটিকে সুন্দর রাখতে জেনে নিন সহজ কিছু টিপস- 

নারিকেল তেল ও কলার মাস্ক:

– পা ফাটা রোধ করার সবচেয়ে সহজ এবং সস্তা উপায় হলো নারিকেল তেল। নারিকেল তেল পা ময়েশ্চারাইজ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস দূর করে থাকে। সে জন্য নারিকেলের মাস্ক ব্যববহার করতে পারেন।

– নারিকেল তেলের সঙ্গে একটি কলার ৩/৪ টুকরো করে ব্লেন্ড করুন। ফাটা স্থানে ভালো করে লাগান। শুকিয়ে উঠলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্লিসারিন ও গোলাপজলের মাস্ক:

– ২ লিটার কুসুম গরম পানিতে ১ টি লেবুর রস, ১ কাপ গোলাপজল ও ১  চা চামচ লবণ দিয়ে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন।

– মাজুনি দিয়ে পায়ের গোড়ালির শক্ত, মোটা ও মরা চামড়া তুলে পা ধুয়ে ফেলুন।

– ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে পায়ে লাগিয়ে সারা রাত রেখে দিন।

সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ১০-১৫ দিনের মধ্যেই পা ফাটা দূর হবে।

প্রাকৃতিক স্ক্রাব ও তেল:

– ভিনেগার, মধু ও চালের গুড়া এক সাথে পেস্ট করুন। একটি পাত্রে কুসুম গরম পানিতে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে পায়ে পেস্টটি ম্যাসাজ করে ১০ মিনিট রেখে দিন। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ দিন এই পেস্টটি ব্যবহার করুন।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.