শিপন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

335

নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় চাটখিল-সোনাইমুড়ী উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে গত মঙ্গলবার মটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিকেল ৩টায় ৫০০ শ মোটর সাইকেল নিয়ে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে শুরু হয়ে নোয়াখোলা ইউনিয়ন, রামনারায়নপুর, সাহাপুর, চাটখিল বাজার হয়ে দেওটি ইউনিয়ন, নদনা, সোনাইমুড়ী বাজার, সোনাপুর, আমিশাপাড়া ইউনয়ন হয়ে প্রায় ৬০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে কাজিরখিল বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের নব নির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন। তিনি বলেন, আমি কর্মীদের চোখের ভাষা, মনের ভাষা বুঝি। সবসময় কর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছি এবং আগামীতেও পাশে থাকবো। কর্মীরা শোভাযাত্রা করে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি কাজের মাধ্যমে তাদের সে ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কর্মীদের আহ্বান জানান।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.