শিক্ষকের কাছে কোচিং না করায় ছাত্রকে পেটানোর অভিযোগ

128

শিক্ষকের কাছে কোচিং না করায় সাতক্ষীরার নলতা আইএইচটির শিক্ষার্থীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মে) রাতে কালীগঞ্জ উপজেলার নলতা আইএইচটি অ্যান্ড ম্যাটস ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে নলতা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী সোলায়মান হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

 

নির্যাতনের শিকার শিক্ষার্থীর সহপাঠী রিপন জানান, রেডিওলজি বিভাগের শিক্ষক সাইদ হাসানের নির্দেশে রাত ১০টার দিকে সোলায়মানকে ডেকে নিয়ে যায় নাহিদ, রশিদ ও রানা। তাদের মধ্যে নাহিদ ও রশিদ আইএইচটির ছাত্র এবং রানা ম্যাটসের ছাত্র। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে মাখা ফাটিয়ে দেয়। সারা শরীরে নির্দয়ভাবে পেটায়। পরে আমরা উদ্ধার করে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এর আগেও ওই টর্চার সেলে নিয়ে অন্য শিক্ষার্থীদের মারপিট করা হয়েছে।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.