লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হল সোনাইমুড়ীর জেলা ইজতেমা

229

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মুনাজাতের মধ্যে শনিবার শেষ হল ৩ দিন ব্যাপী সোনাইমুড়ী ইজতেমা। বেলা ১০টা ১৫ মিনিটে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শায়েখ মাওনালা জুবায়ের। মুনাজাতে মহান সৃষ্টিকর্তার কাছে মুসলিম উম্মার শান্তি কামনা, রহমত, বরকত আর নাজাতের জন্য আকুতি মিনতি করেন। ২৫ মিনিটের দীর্ঘ মুনাজাতে মাওলানা জুবায়ের আল্লাহর কাছে জাহান্নম থেকে মুক্তি আর জান্নাত লাভের প্রার্থনা করেন। গত বৃহ¯পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় নোয়াখালী জেলার সোনাইমুড়ী আঞ্চলিক ইজতেমা। সোনাইমুড়ী পৌরসভা এলাকায় উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বের ভানুয়াই ও বগাদিয়া সংলগ্ন মাঠ ও এর আশপাশের প্রায় ৬০/৭০ বিঘা জমির উপর সামিয়ানা দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু করা হয়। জেলার ৯টি উপজেলার প্রায় ৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী মুনাজাতে অংশগ্রহণ করেন। আখেরী মুনাজাতে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল ভোর থেকেই সোনাইমুড়ীর আশেপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণের সমাগম শুরু হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে জনশ্রোতও বাড়তে থাকে। আগে থেকেই দূর দূরন্তের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়ীতে বাড়ীতে অবস্থান করতে থাকেন। আখেরি মুনাজাত শুরু হলে চতুর্দিকে শুরু হয় পিনপতন নিরবতা। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হতে থাকে চারপাশ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.