লাকসাম পলিটিক্যাল ইন্সটিটিউট ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

177

লাকসাম পলিটিক্যাল ইন্সটিটিউট ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সাকিব হোসেনঃ
কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
লাকসাম মর্ডান পলিটিক্যাল পরীক্ষার্থীদের শতভাগ
সাফল্য কামনায় বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে মঙ্গলবার (১১ ডিসেম্বর) দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর
সভাপতিত্বে প্রধান অতীথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান মাহমুদুল হক জাবেদ
শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন
পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন,জনাব মোঃ মিজানুর রহমান অধ্যক্ষ,জনাব মাইন উদ্দিন বাহার মিয়জী,পরিচালক জনাব শিব্বির আহমেদ, উক্ত বিদ্যালয়ের সিভিল বিভাগের শিক্ষক তোফায়েল হোসেন,ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক মোঃ হাসান সহ বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পিতামাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে, প্রতিষ্ঠানের সুনাম ও সম্মানকে অক্ষুণ রাখতে হলে, এমনকি, নিজের জীবনকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় সফলতার বিকল্প নেই। তোমরা চাইলে সাফল্যের পথ বেয়ে অনেক দূর এগিয়ে যেতে
পারো। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, মনে রাখবে, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা বাস্তব জীবনে কোন প্রভাব ফেলতে পারে না। একমাত্র প্রকৃত শিক্ষাই পারে সমাজ, দেশ ও জাতির মান উন্নত করতে। তিনি আশা করেন, অন্যান্য বারের চেয়ে এবার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে, সভায় পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.