লক্ষ্মীপুর কমলনগরে ছিনতাই মামলার আসামী গ্রেফতার

0 59

লক্ষ্মীপুরের কমলনগরে আবুল খায়ের মানিক (৩৫) নামে ছিনতাই মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ উপজেলার চরজাঙ্গালীয়া এলাকা থেকে তাকে আটক করেন। মানিক ওই এলাকার মো. নুরুন্নবীর ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সম্প্রতি উপজেলার চরজাঙ্গালীয়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করেন। পরে মানিকের দেওয়া স্বীকারুক্তি অনুযায়ী শনিবার রাতে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মানিককে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।