লক্ষ্মীপুরে ৫০৯ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে

303

বর্তমান খরিপ মৌসুমে লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার কৃষকেরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। শৈত্যপ্রবাহ ও কনকনে শীত উপেক্ষা করেই ভোলা এবং রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শ’ শ্রমিকের সাহায্যে স্থানীয় কৃষকরা করছেন ধান রোপণের কাজ।

জেলায় এবার খরিপ মৌসুমে ৩৫ হাজার ৩০০ হেক্টর জমিতে বিনা জাতের বোরো ধান চাষ করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। চাষকৃত জমির পরিমাণ গত বছরের তুলনায় ৫০৯ হেক্টর বেশি। এবার ১ লাখ ৫৪ হাজার ১৫৯ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। গত বছর লক্ষ্মীপুর জেলায় ৩৪ হাজার ৭৯১ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৩৭৩ মেট্রিক টন ধান।

লক্ষ্মীপুর জেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জাকির হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথভাবে সেচ, সার ও কীটনাশক দেওয়া গেলে জেলায় এবার ১ লাখ ৫৪ হাজার ১৫৯ মেট্রিক টন ধান উৎপাদন হবে। গত বছরের তুলনায় এবার ২ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধান উৎপাদন বাড়াতে এবার জেলার কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ বৃদ্ধি করা হয়েছে। সেচ পাম্প ও গভীর নলকূপগুলোতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে জেলার ৭০ ভাগ জমিতে বোরো ধান চাষ সম্পন্ন হয়েছে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই কৃষকরা তাদের জমিতে ধান চাষ সম্পন্ন করতে পারবে বলে ধারনা করা হচ্ছে।

হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার কংশ নারায়ণপুর কৃষি সমবায় সমিতির সভাপতি মো. সামছুল ইসলাম বলেন, দেশে ধান-চালের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা এবার অন্য বছরের তুলনায় বোরো চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। তার সমিতির অধীনে থাকা নলকূপগুলো যথা সময়ে চালু করায় কৃষকদের ধান চাষ শেষ পর্যায়ে পৌঁছেছে।

সদর উপজেলার দাউদপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, তিনি এবার দেড় একর জমিতে বোরো ধানের চাষ করেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। সারের দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকার পরও তিনি খরচের কথা বিবেচনা করে চাষ বৃদ্ধি করতে পারেননি। তিনি সরকার নির্ধারিত মূল্যে যেন কৃষকরা সার কিনতে পারেন সে জন্য কৃষি কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

সদর উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক জাকির হোসেন ও দাউদপুর গ্রামের মো. ইউছুফ বলেন, ধান চালের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা এবার লাভবান হবেন।  কৃষকদের কথা বিবেচনা করে সরকার যেন সারের দাম কমায় এবং কৃষকরা যেন সরকার নির্ধারিত মূল্যে সার পান সে ব্যবস্থা নিতে কৃষি বিভাগের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.