লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম নৈরাজ্য যাত্রীদের ক্ষোভ

230

লক্ষ্মীপুরে গত এক-দেড় মাসে সিএনজি অটোরিকশা মহাসড়কে দূর্ঘটনায় কয়েকদিনের মাথায় মৃত্যুর মিছিলে পরিনত হওয়াকে কেন্দ্র করে প্রশাসন ও মালিক সমিতির হস্তক্ষেপে সিএনজি অটোরিকশার চালক সহ যাত্রী হবে ৪ জন। যাহা বি,আর,টি, এ আইনে পিছনে তিনজন, চালক একজন মর্মে লাইসেন্স প্রদান করা হয়।
অর্থাৎ বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে চালকের সামনের দুই সিট খুলে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়, এতে করে সিএনজি অটোরিকশার চালকেরা অনিয়ম তান্ত্রিক হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া বৃদ্ধি করছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায় পূর্বের ভাড়ার দ্বিগুন হাকছে সিএনজি অটোরিকশা চালকেরা, অসহায় যাত্রীরা বাধ্য হয়ে তাদের পকেট উজার করে দিচ্ছে।

১৬ জানুয়ারি, লক্ষ্মীপুর জেলার উপশহর দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অলিউর রহমান বলেন আগে সিএনজি অটোরিকশার পাঁচ সিট ছিলো, চালকরা মালিকদের জমা দিতে হতো ৫০০ ( পাঁচশত) টাকা, এখন তিন সিট, পূর্বের ন্যায় ভাড়া জমা রাখলে, অর্থাৎ ৩০০ (তিনশত) টাকা দিলেই তো সড়কে সিএনজি অটোরিকশার ড্রাইভারদের অলিখিত চাঁদাবাজি বন্ধ হয়ে যায়।

এবিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহআলম বলেন, বেশির ভাগ সিএনজি অটোরিকশার ড্রাইভার , রিকশার ড্রাইভার থেকে সিএনজি অটোরিকশার ড্রাইভার হয়েছে, এদের নেই কোন প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স, অচিরেই এদের উপযুক্ত প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স এর আওতায় আনা হলে সড়কে সিএনজি অটোরিকশার সড়ক দূর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.