লক্ষ্মীপুরে মেলায় জুয়ার আসর, ৪ জুয়াড়ির জেল

225

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হযরত দেওয়ান শাহ দরবার শরীফে আয়োজিত মেলায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

 

সোমবার (২২ জানুয়ারি) বিকেল চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে।

এর আগে রোববার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে দেওয়ান শাহ মেলায় ১১ জুয়ার আসর বন্ধ করে দেয় ডিবি পুলিশ। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর জেলার কোতয়ালী থানার দক্ষিণ তেবাখুলা গ্রামের জামাল হোসেনের ছেলে মো. নাছির ব্যাপারী (৩৬), নোয়াখালীর সেনবাগ উপজেলার আজিজপুর এলাকার শহিদ উল্লার ছেলে আরমান হোসেন সুমন (৩১), লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আল আমিন (২৬) ও চর মনসা এলাকার মৃত নুরুল ইসলাম ভুইয়ার ছেলে বেলাল হোসেন স্বপন (৫৫)।

তাদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশরাফুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জে হযরত দেওয়ান শাহ দরবার শরীফের বার্ষিক ওরস মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় ১১টি জুয়ার আসর বসানো হয়। বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই হাজার ৭৫০ টাকা ও জুয়ায় ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তবে জুয়ার আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Comments are closed.