লক্ষ্মীপুরে বই উৎসব উদযাপিত

243

নতুন বছরের ১ম দিনে লক্ষ্মীপুরে বই উৎসব উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এদিকে সকাল ১০টায় লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তারা।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৬৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে সরকারের দেয়া বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হবে।

জেলার ৫টি উপজেলার ১৩৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৪১ হাজার ৯৫ জন শিক্ষার্থী ও নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থী নতুন বই পাবেন।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.