লক্ষ্মীপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন
‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে-কর্ম-জীবনধারা’-এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সফল করতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ পিছিয়ে নেই। তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি কুটির শিল্পে কাজ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে। এছাড়া নারীরা এখন রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছে।