লক্ষ্মীপুরে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং ক্যাম্পেইন

221

বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে লক্ষ্মীপুরে র‌্যালি ও অনলাইন ভোটিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন সফল করতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে ভোট দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
লক্ষ্মীপুরে র‌্যালিতে উপস্থিত ছিলেন জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, সাইদুল ইসলাম পাবেল, সাজ্জাদুর রহমান, আক্তার আলম, একেএম মিজানুর রহমান মুকুল, পলাশ সাহা, আনিস কবির, মামুনুর রশিদ, বিএম সাগর, আফজাল হোসেন সবুজ, মিজানুর রহমান, রুবেল হোসেন, জামাল উদ্দিন বাবলু, মতিউর রহমান, রাজীব হোসেন রাজু, স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপ’র সমন্বয়কারী ফাহাদ বিন বেলায়েত, স্বেচ্ছাসেবী সংগঠনক ইসমাই হোসেন বাবু ও জুনাইদ আল হাবিব প্রমুখ। এসময় ভোট দিয়ে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিকে সমর্থন জানায়।
একই দাবিতে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আয়োজিত বইমেলায় ভাষার প্রদীপ স্টলে ভোট ক্যাম্পেইন চলছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.