লক্ষ্মীপুরে চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার খসে পড়ল রাস্তায়

283

লক্ষ্মীপুরে চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার রাস্তায় খসে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের জাগিদার বাড়ির পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে যান বাসটির অর্ধশতাধিক যাত্রী।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার খসে পড়া বাসটির নাম ‘আনন্দ’, ঢাকা মেট্রো-জ ১১-০০৪১। নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় চলাচলকারী একটি লোকাল বাস। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের প্রায় ৪০০ গজ পূর্বে জাগিদার বাড়ির পোল সংলগ্ন ঢাকা-রায়পুর মহাসড়কে চলন্ত অবস্থায় আনন্দ বাসটির একটি গ্যাস সিলিন্ডার খসে পড়ে যায়। এসময় গ্যাস বের হওয়ার শব্দ শুনেই ড্রাইভার গাড়িটি রাস্তার বাম পাশে দাঁড় করান। আতংকিত যাত্রীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। তবে বাসের কন্ট্রাক্টর ও হেলপার দৌঁড়ে গিয়ে গ্যাস লাইন বন্ধ না করলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল বলেও জানান তারা।

লক্ষ্মীপুর সার্কেলের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মামুন আল আমিন বলেন, গাড়িটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। গাড়িটি বিআরটিএ নোয়াখালী সার্কেলের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে এ বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সপ্তাহ খানেক আগে অন্য একটি আনন্দ বাস থেকে এবাবে গ্যাস সিলিন্ডার পড়ে যাওয়ার ঘটনা ঘটে বলেও খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.